Sambad Samakal

RG Kar: ধৃত সঞ্জয় ‘বোড়ে’! মাস্টারমাইন্ড কে? বিস্ফোরক আর জি করে নিহত চিকিৎসকের মা

Aug 22, 2024 @ 6:21 pm
RG Kar: ধৃত সঞ্জয় ‘বোড়ে’! মাস্টারমাইন্ড কে? বিস্ফোরক আর জি করে নিহত চিকিৎসকের মা

ধৃত সঞ্জয় ‘বোড়ে’! মাস্টারমাইন্ড কে? কাউকে কি বাঁচাতে চাইছেন সন্দীপ ঘোষ? এদিন এক টিভি চ্যানেলের সামনে আর জি করের নিহত চিকিৎসকের মা কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন।

তিনি জানান, “আমার মেয়েকে খু*ন করার জন্যই সঞ্জয়কে ব্যবহার করা হয়েছে। সন্দীপ ঘোষ আমার মেয়েকে এমডি’তে ফেল করিয়ে দেবে, এমন আশঙ্কা ছিল। নাহলে কেন এতক্ষণ আমার মেয়েকে দেখতে দেওয়া হয়নি? কী ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল?”

Related Articles