আর জি করের নিরাপত্তায় বৃহস্পতিবার থেকে মোতায়েন হচ্ছে ২ কোম্পানি সিআইএসএফ! জানা যাচ্ছে, হাসপাতালের গেটের ভেতরে সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী। আর বাইরে পাহারায় থাকবে পুলিশ। প্রায় দেড়শো জন সিআইএসএফ জওয়ানকে মোতায়েন করা হতে পারে খবর।
এখন প্রশ্ন, নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে কি এবার কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরবেন জুনিয়র চিকিৎসকরা? যদিও জুনিয়র চিকিৎসকদের একাংশের দাবি, সিআইএসএফ মোতায়েন হলেও, মূল ঘটনায় দোষীদের এখনও চিহ্নিত করা যায়নি। ফলে কাজে যোগ দিলে প্রতিবাদী চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই যতক্ষণ না সিবিআই প্রকৃত দোষীদের চিহ্নিত করতে না পারছে, ততক্ষণ কর্মবিরতি চলবে বলেই জানানো হয়েছে।