আর জি কর কাণ্ডে বৃহস্পতিবার শুনানি চলছে সুপ্রিমকোর্টে। আর সেই শুনানিতেই ফের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানালেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
এদিন সুপ্রিমকোর্ট জানায়, জুনিয়র চিকিৎসক সহ হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। এতদিন যারা কর্মবিরতি পালন করেছেন, তাদের ওপর যাতে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাও নিশ্চিত করা হবে। অবিলম্বে রোগীদের কথা ভেবে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করা হয়, জুনিয়র চিকিৎসকদের কাছে এই আবেদনই জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।