দেশের সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কে? সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের তরফে দেশব্যাপী সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষায় দেশের সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ।
জানা যাচ্ছে, দেশজুড়ে ৩০টি রাজ্যের প্রায় দেড় লক্ষাধিক মানুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। যারমধ্যে ৩৩ শতাংশ মানুষ যোগী আদিত্যনাথকে সেরা মুখ্যমন্ত্রী হিসেবে ভোট দিয়েছেন। ১৩.৮ শতাংশ মানুষের ভোটে দ্বিতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম। ৯.১ শতাংশ মানুষের ভোটে তৃতীয় স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।