Sambad Samakal

Weather: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

Aug 23, 2024 @ 7:52 am
Weather: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দুপুরের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও বর্ধমানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। যদিও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রার পারদ কয়েক ডিগ্রি কমলেও, অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকছে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৭ শতাংশ।

Related Articles