নেপালের খাদে পড়ল ভারতীয় বাস! নিহত অন্তত ১৪ জন! আহত কমপক্ষে ১৬ জন! শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে মোট ৪০ জন পর্যটককে নিয়ে বাসটি নেপালে গিয়েছিল।
পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদের ধারে নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগায়। পরে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।