এখনই উঠছে না কর্মবিরতি! বৃহস্পতিবার ফের সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন আর জি করের আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। ইতিমধ্যেই আর জি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্তভার নেওয়ার দশ দিন অতিক্রান্ত হয়েছে। এতদিনে তদন্তের কাজ কতদূর এগোল, তাই জানতে চান আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করছে সিবিআই। সেখান থেকে নতুন কী কী তথ্য উঠে এসেছে, তাই জানতে চাইছেন আন্দোলনরত পড়ুয়ারা।