আর জি কর কাণ্ডে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। তাকে স্বাস্থ্যভবনে ‘ওএসডি’ হিসেবে নয়া দায়িত্ব দেওয়া হয়েছে বলে, সমাজ মাধ্যমে বার্তা ছড়িয়ে পড়েছিল। শুক্রবার সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যসচিব বলেন, “সন্দীপ ঘোষকে স্বাস্থ্যভবনে ‘ওএসডি’ পদে নিযুক্ত করা হয়নি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পরা এই বার্তা সম্পূর্ণ ভুয়ো। আপাতত তিনি ছুটিতে আছেন।”