Sambad Samakal

Barasat Hospital: নয়া অধ্যক্ষ সুহৃতা পালের বিরুদ্ধে বিক্ষোভ বারাসাত হাসপাতালে! কী অভিযোগ?

Aug 24, 2024 @ 11:48 am
Barasat Hospital: নয়া অধ্যক্ষ সুহৃতা পালের বিরুদ্ধে বিক্ষোভ বারাসাত হাসপাতালে! কী অভিযোগ?

আরজি কর থেকে অপসারিত হওয়ার পরে বারাসাত হাসপাতাল ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়েছে সুহৃতা পালকে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই বিক্ষোভ বারাসাত হাসপাতালে! শনিবার সকালে বারাসাত হাসপাতালে গিয়ে দায়িত্ব নেওয়ার কথা ছিল নয়া অধ্যক্ষের।

এদিন দেখা যায়, স্থানীয় কয়েক জন মহিলা ও চিকিৎসক এমারজেন্সি গেটের সামনে ‘গো ব্যাক’ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। তৎক্ষণাৎ পুলিশ এসে বিক্ষোভাকারীদের হাসপাতাল চত্বর থেকে সরে যেতে বলে। আন্দোলনকারীদের দাবি, “আরজি কর থেকে বিতারিত অধ্যক্ষকে বারাসাত হাসপাতালে ও মেডিক্যাল কলেজের দায়িত্ব দেওয়া যাবে না। আরজি করের জঞ্জালকে বারাসাত নেবে না।” যদিও এই বিষয়ে নবনিযুক্ত প্রিন্সিপাল সুহৃতা পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles