আরজি কর কাণ্ডের বিরুদ্ধে কেন মুখ খুলছেন না তৃণমূল সাংসদ দেব! সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যত সমালোচনার ঝড় উঠেছিল। এবার সেই সমস্ত সমালোচনার জবাব দিতে বাবার অসুস্থতা সত্ত্বেও পথে নামছেন দেব।
জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যেয় আর্টিস্ট ফোরামের প্রতিবাদে সামিল হচ্ছেন দেব। শহরের বাইরে থাকায় থাকতে পারছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর্টিস্ট ফোরামের অন্যতম প্রধান অভিনেতা জিৎ থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।