ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে সাহায্য করবে ভারত! ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে রাষ্ট্র প্রধান জেলেনেস্কিকে এমনই বার্তা দিলেন মোদি। জানা যাচ্ছে, জেলেনেস্কিকে রুশ প্রধান পুতিনের সঙ্গে বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
প্রয়োজনে নিজে ব্যক্তিগত ভাবে পুতিনের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগে রাশিয়া সফে গিয়েও ভারতে যুদ্ধ বন্ধের বার্তা দিয়েছিলেন মোদি। এবার ইউক্রেনে গিয়েও একই ভাবে শান্তির পথে হাঁটার আবেদন জানাল ভারত। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ভারতের এই অবস্থান আন্তর্জাতিক কূটনৈতিক মহলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।