Sambad Samakal

RG Kar: আরজি কর কাণ্ডে সন্দীপ, সঞ্জয়দের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু! কী পরিকল্পনা সিবিআইয়ের?

Aug 24, 2024 @ 12:55 pm
RG Kar: আরজি কর কাণ্ডে সন্দীপ, সঞ্জয়দের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু! কী পরিকল্পনা সিবিআইয়ের?

আরজি কর কাণ্ডে শুক্রবারই ধৃত সঞ্জয় রায় সহ ৭ জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছিল শিয়ালদহ আদালত। আর শনিবার সকাল থেকে পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে। উপস্থিত হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার পরেই পলিগ্রাফ টেস্ট করা হবে বলে খবর। সন্দীপ ঘোষ ছাড়াও ধৃত সঞ্জয় রায়, তার ঘনিষ্ঠ এক সিভিক ভলান্টিয়ার ও চার জন জুনিয়র চিকিৎসকের।পলিগ্রাফ করা হবে। তদন্তকারীদের দাবি, এর মাধ্যমে জেরার সময়ে আদৌ সত্যি কথা বলেছিলেন কি না অভিযুক্তরা, সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Related Articles