আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসর নিলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের ঘোষণা করেন তিনি। ক্রিকেটের বাইশ গজকে বিদায় জানিয়ে রীতিমতো আবেগপ্রবণ ‘গব্বর’।
ভারতের হয়ে শিখর ধাওয়ান মোট ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ খেলেছেন। তবে আচমকা এই অবসর নেওয়ার সিদ্ধান্ত কেন, সেই নিয়ে যদিও মুখ খোলেননি তিনি।