কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে ফ্রেশার ইঞ্জিনিয়ারদের নিয়োগ করতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার। নিয়োগ করা হবে অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে। জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির যে কোনও শাখার ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
এমএসসি কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজির স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। ফ্রেশারদের কাজের কোনও অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, গুরুগ্রাম, জয়পুর, আহমেদাবাদ, ভুবনেশ্বরে নুয়োগ হবে। মূল কাজ অ্যাপ ডেভেলপমেন্ট। আগ্রহীরা ওই সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।