আরজি কর কাণ্ডের বিচার চেয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এরমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে ‘হেনস্তা’র হুমকি দিয়ে ভিডিও ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। স্বতঃপ্রণোদিত ব্যবস্থার দাবি তুলল শিশু সুরক্ষা অধিকার কমিশন।
জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে কোনও একটি জমায়েত থেকে এক ব্যক্তি ভিডিও করে অভিষেকের মেয়েকে ধ*র্ষণের হুমকি দেয়। এমনকী পুরস্কৃত করার ঘোষণাও করে। এই ঘটনায় প্রতিবাদ করে টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়েন, সাকেত গোখলে সহ অন্যান্যরা।
এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখে অবিলম্বে রাজ্য পুলিশের কাছে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছে শিশু সুরক্ষা অধিকার কমিশন।