পুলিশের পোশাকে অশান্তির পরিকল্পনা! খু*নের ষড়যন্ত্র! মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবার সকালে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়েকটি ভিডিও দেখান তিনি।
এরপরে দাবি করেন, “আগামীকাল নবান্ন অভিযানের নামে পরিকল্পিত অশান্তি করা হতে পারে। বাংলার বাইরে থেকে লোক আনা হচ্ছে। পুলিশের পোশাককে ব্যবহার করে গুলি চালানো হতে পারে। এমনকী খু*নের ষড়যন্ত্র করা হচ্ছে। এই পরিকল্পনায় বিজেপি ও সিপিএমের কিছু লোকও সামিল। আমরা পুলিশ-প্রশাসনের কাছে কড়া নজরদারির আবেদন রাখছি। আরজি করের ঘটনাকে হাতিয়ার করে শান্ত বাংলাকে অশান্ত করার কোমও চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।”