Sambad Samakal

Nabanna Abhijan: ‘ছাত্র সমাজে’র আরএসএস যোগ! নবান্ন অভিযান নিয়ে কী দাবি উদ্যোক্তাদের?

Aug 26, 2024 @ 6:51 pm
Nabanna Abhijan: ‘ছাত্র সমাজে’র আরএসএস যোগ! নবান্ন অভিযান নিয়ে কী দাবি উদ্যোক্তাদের?

মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান। যাকে ইতিমধ্যেই ‘বেআইনি’ বলে ঘোষণা করেছে রাজ্য পুলিশ। এই পরিস্থিতিতে সোমবার বিকেলো সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করল আয়োজক সংগঠনটি। এমনকী মূল আয়োজকদের অন্যতম এক জন, নিজের আরএসএস যোগের কথাও কার্যত স্বীকার করে নিলেন।

এদিন নবান্ন অভিযানের আয়োজকদের মধ্যে শুভঙ্কর নামের পড়ুয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট করে জানান, তিনি আরএসএস-এর এক জন সক্রিয় কর্মী। যদিও তাঁর দাবি, নবান্ন অভিযানের সঙ্গে আরএসএস বা কোনও রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই।

অন্যতম আয়োজক ম্যাকাউট পড়ুয়া সায়ন জানান, শান্তিপূর্ণ ভাবে দুপুর ১টায় নবান্ন অভিমুখে অভিযান শুরু হবে। দুপুর ২টো নবান্নের কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করা হবে। যদিও নবান্নে প্রবেশ বা কোনও রকমের অশান্তি করার কোনও পরিকল্পনা তাঁদের নেই বলেও দাবি করেন। পাশাপাশি পুলিশের অভিযোগ অস্বীকার করে ‘ছাত্র সমাজ’-এর প্রতিনিধিদের দাবি, সোমবারই পুলিশকে ই-মেইল মারফত ও মৌখিকভাবে নবান্ন অভিযানের রুট, পরিকল্পনা জানানো হয়েছে।

Related Articles