Sambad Samakal

Nabanna: অশান্তির আশঙ্কা! নবান্ন অভিযানকে ‘বেআইনি’ ঘোষণা করে কী দাবি পুলিশের?

Aug 26, 2024 @ 2:25 pm
Nabanna: অশান্তির আশঙ্কা! নবান্ন অভিযানকে ‘বেআইনি’ ঘোষণা করে কী দাবি পুলিশের?

অশান্তির আশঙ্কা! মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে সরাসরি ‘বেআইনি’ বলে ঘোষণা করল রাজ্য পুলিশ! সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক মুখোমুখি হয়েছিলেন এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

তাঁদের দাবি, আগামীকালের নবান্ন অভিযানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি পুলিশের কাছ থেকে। নবান্ন একটি হাই-সিকিওরিটি জোন, পাশাপাশি আগামীকাল ইউজিসি নেট পরীক্ষা রয়েছে। তাই পুলিশি অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচী ‘বেআইনি’। পরীক্ষার্থী ও আম নাগরিকদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়।

অন্যদিকে পুলিশের আশঙ্কা, এই নবান্ন অভিযান সামনে মহিলা ও পড়ুয়াদের রেখে, পেছন থেকে দুষ্কৃতিরা অশান্তি ছড়াতে পারে। রবিবার সন্ধ্যেয় শহরের এক পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গেও আন্দোলনকারীরা বৈঠক করেছেন বলে দাবি পুলিশের। সবমিলিয়ে অশান্তির আশঙ্কায় মঙ্গলবারের নবান্ন অভিযান রুখতে তৎপর রাজ্য পুলিশ-প্রশাসন।

Related Articles