Sambad Samakal

Nabanna: নবান্ন অভিযানের নামে অশান্তি! কী ব্যবস্থা ‘সতর্ক’ পুলিশ-প্রশাসনের?

Aug 26, 2024 @ 11:19 am
Nabanna: নবান্ন অভিযানের নামে অশান্তি! কী ব্যবস্থা ‘সতর্ক’ পুলিশ-প্রশাসনের?

মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের সংগঠন। পুলিশ-প্রশাসনের আশঙ্কা এই নবান্ন অভিযানের নামে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে। তাই ‘সতর্ক’ প্রশাসন বুধবার প্রায় ৪ হাজার পুলিশকর্মীকে মাঠে নামাতে চলেছে।

জানা যাচ্ছে, শুধু নবান্নের আশেপাশেই মোতায়েন করা হচ্ছে ২ হাজার পুলিশকর্মী। এছাড়াও গোটা কলকাতা শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে আরও ২ হাজার পুলিশকর্মী। ধর্মতলা, দ্বিতীয় হুগলি সেতু, হেস্টিংস সহ বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে ব্যারিকেড। প্রতিটি ব্যারিকেডে অন্তত ৫০০ থেকে ৬০০ পুলিশকর্মী থাকবেন। থাকবে জলকামান, টিয়ার গ্যাসের শেল, রবার বুলেটও।

Related Articles