মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের সংগঠন। পুলিশ-প্রশাসনের আশঙ্কা এই নবান্ন অভিযানের নামে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে। তাই ‘সতর্ক’ প্রশাসন বুধবার প্রায় ৪ হাজার পুলিশকর্মীকে মাঠে নামাতে চলেছে।
জানা যাচ্ছে, শুধু নবান্নের আশেপাশেই মোতায়েন করা হচ্ছে ২ হাজার পুলিশকর্মী। এছাড়াও গোটা কলকাতা শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে আরও ২ হাজার পুলিশকর্মী। ধর্মতলা, দ্বিতীয় হুগলি সেতু, হেস্টিংস সহ বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে ব্যারিকেড। প্রতিটি ব্যারিকেডে অন্তত ৫০০ থেকে ৬০০ পুলিশকর্মী থাকবেন। থাকবে জলকামান, টিয়ার গ্যাসের শেল, রবার বুলেটও।