আরজি কর কাণ্ডে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার খোদ হাসপাতালের প্রাক্তন কর্মীর অভিযোগের নিশানায় পদত্যাগী প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। অভিযোগ, হাসপাতালে চলা দালাল চক্রের মাথায় ছিলেন তিনি।
ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায়ের অভিযোগ, হাসপাতালের সরকারি মর্গে দেহ রাখার জন্য বেআইনি ভাবে টাকা নেওয়া হত। ময়নাতদন্তের জন্য ছিল টাকার বিশেষ ‘প্যাকেজ’। কেউ টাকা দিতে অস্বীকার করলে ব্যবচ্ছেদ হওয়া দেহ সেলাই করে নিতে বলা হত। অ্যাম্বুলেন্স থেকে শববাহী গাড়ি, সবেতেই ছিল কমিশন। আর এই বেআইনি কাজের পুরো টাকাই যেত তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কাছে, এমনটাই দাবি তারক চট্টোপাধ্যায়ের। প্রয়োজনে সিবিআইয়ের কাছেও এই বিষয়ে অভিযোগ জানাতে পারেন তিনি।