আরজি কর কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আর এরমধ্যেই ফের ভাইরাল হল আরও একটি ভিডিও ফুটেজ। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদ সমকাল।
ফুটেজে দেখা যাচ্ছে, আরজি করে নিহত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরে তিন তলার সেমিনার রুমে উপস্থিত রয়েছেন বেশ কয়েক জন ব্যক্তি। যার মধ্যে আরজি কর হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের এক অধ্যাপক, পুলিশ আউটপোস্টের ওসি, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আপ্ত-সহায়ক, এক জন আইনজীবী রয়েছেন। এছাড়াও উপস্থিত থাকতে দেখা গিয়েছে বেশ কিছু পুলিশকর্মী ও চিকিৎসকদেরও।
এই ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকেই ওয়াকিবহাল মহলের একাংশের তরফে প্রশ্ন উঠছে ঘটনার একদম অকুস্থলে কীভাবে এত মানুষ ভিড় করলেন? কেন পুলিশ বাধা দিল না? কী ভূমিকা ছিল হাসপাতাল প্রশাসনের?