আজ অর্থাৎ সোমবার ফের পলিগ্রাফ পরীক্ষা করা হচ্ছে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের। জানা যাচ্ছে, ধৃত সঞ্জয় রায় সহ অন্যান্যদের সঙ্গে সন্দীপের কোনও পূর্ব পরিচয় বা ঘনিষ্ঠ তা ছিল কি না, তাই বোঝার চেষ্টা করছেন সিবিআইয়ের তদন্তকারীরা।
সিবিআই সূত্রে খবর, আজও সন্দীপের জন্য প্রশ্নমালা তৈরি করা হয়েছে। পলিগ্রাফ পরীক্ষায় হ্যাঁ বা না-এ উত্তর দিতে হবে সন্দীপ ঘোষকে। এছাড়াও আর্থিক দুর্নীতি নিয়েও প্রশ্ন করা হতে পারে।