বাঙালির সর্বজনীন দুর্গাপুজো এখন বিশ্বজনীন। আর এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পী নিজেদের মতো করে অনন্য শিল্পভাবনা সৃজনের ক্যানভাস খুঁজে নেন। তেমনই বাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও চাঁদোয়ার শিল্পে ভর করে এবারের পুজোয় বিশেষ চমক দিতে চলেছে উত্তর হাওড়া তরুণ দল ক্লাব। সালকিয়ার ঐতিহ্যবাহী এই ক্লাবের দুর্গাপুজো এবার ৫৪ তম বর্ষে পা দিল। এবছরের থিম ‘আনন্দযজ্ঞ’। সামগ্রিক পরিকল্পনা ও সৃজনের দায়িত্বে পরিচালক শিবাংশু ভট্টাচার্য।
সোমবার জন্মাষ্টমীর দিন খুঁটিপুজো ও ব্যানার উন্মোচনের মাধ্যমে কার্যত ঢাকে কাঠি পড়ে গেল উত্তর হাওড়া তরুণ দলের পুজোর। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, থিম শিল্পী শিবাংশু ভট্টাচার্য সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
সংবাদ সমকালের মুখোমুখি হয়ে পরিচালক তথা শিল্পী শিবাংশু ভট্টাচার্য জানান, “সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে আমাদের পুজো মণ্ডপ রঙিন হয়ে উঠবে সালকিয়ার নিজস্ব ঐতিহ্যে। বাঁশগোলার বাঁশ ও বাঁধাঘাটের ঐতিহ্যবাহী চাঁদোয়ার নকশা আর কয়েক হাজার প্রদীপের আলোয় সেজে উঠবে মণ্ডপ। পরিণত হবে আনন্দযজ্ঞের মহামিলন প্রাঙ্গণে। হাওড়া স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে সালকিয়া বাঁধাঘাটের কাছ উত্তর হাওড়া তরুণ দলের এই পুজোয় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত দর্শণার্থীদের একটা অন্য রকমের কাজ দেখার জন্য আমন্ত্রণ জানাই।”