Sambad Samakal

Nabanna Abhijan: হেস্টিংসে ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযানের নেতৃত্বে অর্জুন!

Aug 27, 2024 @ 3:56 pm
Nabanna Abhijan: হেস্টিংসে ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযানের নেতৃত্বে অর্জুন!

হেস্টিংসে ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযানের নেতৃত্বে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং! সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি সহ অন্যান্যরা।

এদিন হেস্টিংসে পুলিশের ব্যারিকেড ভাঙার সময় সামনের সারিতে দেখা যায় বিজেপি নেতাদের। অর্জুনের দাবি, “ছাত্রদের ওপরে পুলিশ বর্বরোচিত ভাবে আক্রমণ করছে। কাঁদানে গ্যাস ফাটাচ্ছে। তাদের পাশে আমরা আছি। মমতা ব্যানার্জীকে আজকেই বাংলা ছেড়ে চলে যেতে হবে।”

Related Articles