বেলা বাড়তেই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নবান্ন অভিযানের ঝাঁঝ ক্রমশ বাড়তে শুরু করেছে। পাল্টা যে কোনও অশান্তি রুখতে প্রস্তুত রয়েছে পুলিশ-প্রশাসনও। এদিন বেলা ১টা থেকেই দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ ও সাঁতরাগাছিতে জাতীশ পতাকা হাতে পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা।
যদিও পাল্টা কখনও লাঠি হাতে তাড়া করে, কখনও বুঝিয়ে-সুঝিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা। প্রস্তুত রাখা হয়েছে জলকামান, কাঁদানে গ্যাস। যদিও এখনও পর্যন্ত জমায়েতে পড়ুয়াদের সংখ্যা সেভাবে চোখে পড়ছে না। বরং বিভিন্ন যায়গায় অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেতা-কর্মীরা। এমজি রোড থেকে হাওড়া ব্রিজ অভিমুখী মিছিলে নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।