Sambad Samakal

Nabanna Abhijan: রণক্ষেত্র হাওড়া! পুলিশকে লক্ষ্য করে পাথর! ‘উশৃঙ্খল’ জনতাকে রোখার চেষ্টা পুলিশের

Aug 27, 2024 @ 1:42 pm
Nabanna Abhijan: রণক্ষেত্র হাওড়া! পুলিশকে লক্ষ্য করে পাথর! ‘উশৃঙ্খল’ জনতাকে রোখার চেষ্টা পুলিশের

আশঙ্কাই সত্যি হল! নবান্ন অভিযানের নামে কার্যত তাণ্ডব! রণক্ষেত্র হাওড়া! পুলিশের ব্যারিকেড ভাঙা, রেল লাইনের পাথর ছোঁড়া, কিছুই বাকি রইল না। পাল্টা জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে ‘উশৃঙ্খল’ জনতাকে বাগে আমার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

হাওড়া ব্রিজ, ফরশোর রোড, সাঁতরাগাছিতে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন আন্দোলনকারীরা৷ সাঁতরাগাছি স্টেশনে রেললাইনের পাথর ছুঁড়ে পুলিশের দিকে মারা হয়। হাওড়া ব্রিজে পুলিশি জলকামান ও কাঁদানে গ্যাসের প্রতিরোধে কিছুটা আটকে গিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, ফরশোর রোডেও পুলিশের ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে এগোনোর চেষ্টা চালাচ্ছেন প্রতিবাদীরা। যদিও পুলিশি প্রতিরোধের মুখে বারবার আটকে যাচ্ছেন আন্দোলনকারীরা।

Related Articles