আশঙ্কাই সত্যি হল! নবান্ন অভিযানের নামে কার্যত তাণ্ডব! রণক্ষেত্র হাওড়া! পুলিশের ব্যারিকেড ভাঙা, রেল লাইনের পাথর ছোঁড়া, কিছুই বাকি রইল না। পাল্টা জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে ‘উশৃঙ্খল’ জনতাকে বাগে আমার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
হাওড়া ব্রিজ, ফরশোর রোড, সাঁতরাগাছিতে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন আন্দোলনকারীরা৷ সাঁতরাগাছি স্টেশনে রেললাইনের পাথর ছুঁড়ে পুলিশের দিকে মারা হয়। হাওড়া ব্রিজে পুলিশি জলকামান ও কাঁদানে গ্যাসের প্রতিরোধে কিছুটা আটকে গিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, ফরশোর রোডেও পুলিশের ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে এগোনোর চেষ্টা চালাচ্ছেন প্রতিবাদীরা। যদিও পুলিশি প্রতিরোধের মুখে বারবার আটকে যাচ্ছেন আন্দোলনকারীরা।