অশান্তির আশঙ্কায় ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশ! কলকাতা ও হাওড়ার একাধিক স্থানে ইতিমধ্যেই লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। রাখা হয়েছে জলকামান, র্যাফের বাহিনী।
কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী হওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু’তে মাটি খুঁড়ে লোহার শক্তপোক্ত ব্যারিকেড তৈরি করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও কলকাতার হেস্টিংস, হাওড়া ময়দান, মন্দিরতলায় একই পন্থা নিয়েছে পুলিশ-প্রশাসন। যদিও সকাল থেকে বাসে, ট্রেনে, লঞ্চে কলকাতায় আসতে শুরু করেছেন নবান্ন অভিযানের সমর্থকরা। এখন দেখার শেষপর্যন্ত অশান্তি রুখতে পুলিশের এই ব্যবস্থাপনা কতটা সফল হয়।