‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নামে ডাকা নবান্ন অভিযান ঘিরে দুপুর থেকে লাগাতার অশান্তি চলছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন প্রান্তে। ‘উশৃঙ্খল’ জনতাকে সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই ঝড়েছে রক্ত। মাথা ফেটেছে একাধিক পুলিশকর্মীর, আহত হয়েছেন আন্দোলনকারীরাও। এই পরিস্থিতিতে বুধবার গোটা রাজ্য ‘স্তব্ধ’ করে দেওয়ার ‘হুমকি’ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “অবিলম্বে ছাত্র সমাজের ওপরে অবিলম্বে অত্যাচার বন্ধ করা হোক। শতাধিক আন্দোলকারীকে আটক করেছে মমতা পুলিশ। আমি হাওড়ায় রেলের গেস্ট হাউসে অপেক্ষা করব। যদি অত্যাচার বন্ধ না হয়, রাস্তায় নামব। আগামীকাল গোটা রাজ্য স্তব্ধ করে দেব।”