ছাত্রদের নাম করে নবান্ন অভিযানে কার্যত গুণ্ডামি করা হয়েছে! মঙ্গলবার বিকেলে রাজ্য পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তাঁর দাবি, রক্তাক্ত হয়েও পুলিশকর্মীরা শান্তি রক্ষার স্বার্থে ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছে। এদিন দিনভর অশান্তি পাকানোর নেপথ্যে যারা রয়েছে তাদের চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিন রাজ্য পুলিশের তরফে জানানো হয়, দিনভর অশান্তি পাকানোর দায়ে এখনও পর্যন্ত মোট ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ১১-১২ জন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। গতকাল থেকে বোমা-গুলি নিয়ে অশান্তি পাকানোর সন্দেহে মোট ২৫ জনকে আটকে করা হয়েছিল, যার ফলে আরও বড় ধরনের গণ্ডগোল এড়ানো গিয়েছে।
আর এই সাংবাদিক সম্মেলনের পরেই কলকাতা পুলিশের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। যাদের সরাসরি পুলিশের ওপর আক্রমণ করতে দেখা যাচ্ছে। সেই সমস্ত ছবি চিহ্নিত করে আম জনতার কাছে নিকটবর্তী থানায় খোঁজ দেওয়ারও আবেদন জানানো হয়েছে।