Sambad Samakal

Nabanna Abhijan: অশান্তির ছক! গ্রেফতার চার ছাত্র! কী দাবি রাজ্য পুলিশের?

Aug 27, 2024 @ 12:39 pm
Nabanna Abhijan: অশান্তির ছক! গ্রেফতার চার ছাত্র! কী দাবি রাজ্য পুলিশের?

অশান্তি পাকানোর ছক! হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে ‘ছাত্র সমাজের’ চার পড়ুয়াকে! মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ উড়িয়ে এমনটাই জানাল রাজ্য পুলিশ।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ওই চার পড়ুয়াকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। অশান্তি পাকানোর ছক বানচাল হাওড়া স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের পরিবারের সদস্যদের সেকথা জানানো হয়েছে। ফলে কিছু রাজনৈতিক ব্যক্তির ভিত্তিহীন প্রচারে কান না দেওয়ার আবেদনও জানানো হয়েছে পুলিশের তরফে। প্রসঙ্গত, এদিন সকালে রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, গতরাতে হাওড়া স্টেশন থেকে নিখোঁজ রয়েঢ়েন চার ছাত্র।

Related Articles