নবান্ন অভিযানের আগেই হাওড়া থেকে নিখোঁজ চার ছাত্র! মঙ্গলবার সাতসকালে এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, হাওড়া স্টেশনে নবান্ন অভিযানের স্বেচ্ছাসেবকদের খাবার দেওয়ার দায়িত্বে থাকা চার পড়ুয়া মধ্যরাত থেকে নিখোঁজ। কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। মমতা সরকারের পুলিশই তাদের গ্রেফতার করেছে বলে দাবি শুভেন্দুর।
যদিও পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, নবান্ন অভিযানকে কেন্দ্র করে পরিকল্পিত অশান্তি ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করছেন বিজেপি নেতারা। কোনও ধরনোর প্ররোচনায় পা না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন তিনি। কুণালের দাবি, অন্তর্ঘাতমূলক কাজ করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি।