Sambad Samakal

TMC: ‘সমাজবিরোধী’দের অভিযান! বাংলাকে অশান্ত করতে ধর্মঘটের ডাক! কী দাবি তৃণমূলের?

Aug 27, 2024 @ 4:49 pm
TMC: ‘সমাজবিরোধী’দের অভিযান! বাংলাকে অশান্ত করতে ধর্মঘটের ডাক! কী দাবি তৃণমূলের?

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ ডাকে মঙ্গলবারের নবান্ন অভিযানকে সরাসরি ‘সমাজবিরোধীদের’ অভিযান বলে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল দাবি করেন, “বাংলাকে অশান্ত করতে একটি বড় চক্রান্ত করা হয়েছে। যারা লাশের রাজনীতি করতে চায়। আজ সেই চক্রান্ত ব্যর্থ হতেই আগামীকাল বনধের ডাক দেওয়া হয়েছে। বিজেপির মুখোশ খসে পড়েছে।”।

পাশাপাশি তাঁর আরও দাবি, “আজ পুলিশ যথেষ্ট সংযত আচরণ করেছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে, পুলিশ রক্তাক্ত হয়েছে, কিন্তু গুলি চালায়নি। এই পুলিশ ট্রিগার-হ্যাপি পুলিশ নয়। বিজেপি ও কিছু সিপিএমের লোক উস্কানি নিয়ে গণ্ডোগোল করেছে। আগামীকাল বাংলায় কোনও বনধ হবে না। সাধারণ মানুষের কাছে অনুরোধ বিজেপি পাতা ফাঁদে পা দেবেন না। বাংলাকে সচল রাখুন। বাংলা বিরোধীদের চক্রান্তকে ব্যর্থ করুন।”

Related Articles