আরজি কর কাণ্ডের পর থেকেই দেশে কড়া ধর্ষ*ণ বিরোধী আইনের পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে এই বিষয়ে প্রয়োজনে প্রাইভেট মেম্বার বিল আনার কথা ঘোষণা করলেন তিনি। এমনকী তিন-চার মাসের মধ্যে কেন্দ্র পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন অভিষেক।
এদিন অভিষেক বলেন, “এই মুহূর্তে আমরা বলছি, দাবি এক, দফা এক, কড়া ধর্ষ*ণ বিরোধী আইন! এক থেকে দু মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি চাই। যদি আগামী তিন-চার মাসের মধ্যে আইন দিল্লির সরকার না করে, তাহলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে। প্রয়োজনে আমি নিজে সংসদে প্রাইভেট মেম্বার বিল আনব।”
পাশাপাশি আরজি কর কাণ্ডে নবান্ন অভিযান ও বিজেপির ডাকা বনধের বিরুদ্ধে তিনি বলেন, “১৪ তারিখ রাতে মেয়েদের রাত দখলের লড়াইকে আমরা সম্মান জানাই। চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল। তারপরে সিবিআইয়ের হাতে কেস। কেন ১৪ দিনে খুন-ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হল না, সিবিআইকে এর জবাব দিতে হবে। বিজেপির মনে চেয়ার দখলের সুপ্ত বাসনা, তাই মমতার পদত্যাগ চাইছে। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। পুলিশকে আক্রমণ করেছে। পুলিশ যে সংযম দেখিয়েছেন, সেটাই প্রমাণ করে দিয়েছে বাংলা গুজরাত-উত্তরপ্রদেশ নয়।”