Sambad Samakal

BJP: জোর করে রেল-রাস্তা অবরোধ! গুলি ভাটপাড়ায়! বিজেপির বনধে অশান্ত বাংলা

Aug 28, 2024 @ 10:18 am
BJP: জোর করে রেল-রাস্তা অবরোধ! গুলি ভাটপাড়ায়! বিজেপির বনধে অশান্ত বাংলা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযান পুলিশি ‘হামলা’র প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর করে রেল-রাস্তা অবরোধের চেষ্টা চালান বিজেপি কর্মীরা। এর জেরে শিয়ালদা ও হাওড়ার একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাবহ হয়েছে।

রাস্তা অবরোধের জেরে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। শহর কলকাতায় শ্যামবাজার মেট্রোর গেট জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশ এসে বিজেপি কর্মীদের গ্রেফতার করে। রেল রোকো, রাস্তা অবরোধ সত্ত্বেও মোটের ওপর স্বাভাবিকই রয়েছে জনজীবন। বনধের কিছুটা প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে।

অন্যদিকে, বনধ চলাকালীনই ভাটপাড়ায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতার ওপর গুলি চালানোর অভিযোগ পাওয়া গিয়েছে। গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Related Articles