আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁ*সির শাস্তি চেয়ে এবার নারী নির্যাতন বিরোধী কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার! বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জমায়েত থেকে এমনই ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “পরের সপ্তাহে, আমরা বিধানসভার অধিবেশন ডাকব। ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করতে ১০ দিনের মধ্যে একটি বিল পাস করব। আমরা এই বিল রাজ্যপালের কাছে পাঠাব। তিনি যদি সই না করেন, তাহলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবে ঘণ্টার পর ঘণ্টা। এই বিলটি তাঁকে পাশ করে জবাবদিহি করতেই হবে। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না।”