Sambad Samakal

Police: নবান্ন অভিযানে রক্তাক্ত পুলিশ সার্জেন্ট, চিরদিনের মতো চোখ হারানোর আশঙ্কা!

Aug 28, 2024 @ 3:00 pm
Police: নবান্ন অভিযানে রক্তাক্ত পুলিশ সার্জেন্ট, চিরদিনের মতো চোখ হারানোর আশঙ্কা!

মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ ডাকা নবান্ন অভিযানে বাবুঘাটে ডিউটি করার সময়ে চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার সেলের ইনচার্জ দেবাশিস চক্রবর্তী। আর সেই আঘাতের জেরেই এবার চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরি হল তাঁর।

কলকাতা পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে একটি বেসরকারি চোখের হাসপাতালে ভর্তি রয়েছেন কলকাতা পুলিশের এই অফিসার। দেবাশিসের চোখের কর্ণিয়া ও রেটিনায় গুরুতর আঘাত রয়েছে। ইতিমধ্যেই একাধিক অস্ত্রোপচার করা হলেও, দৃষ্টিশক্তি ফেরেনি। তাও চিকিৎসকরা চেষ্টা চালাচ্ছেন। তবে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে তাঁর।

Related Articles