Sambad Samakal

Recruitment: জট কাটল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগের! কী নির্দেশ হাইকোর্টের?

Aug 28, 2024 @ 4:27 pm
Recruitment: জট কাটল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগের! কী নির্দেশ হাইকোর্টের?

জট কাটল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগের! বুধবার কলকাতা হাইকোর্টের তরফে নিয়োগে ‘সবুজ সঙ্কেত’ দেওয়া হল। আগামী চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করে সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে।

প্রসঙ্গত, ১৪ হাজার ৫২টি পদে নিয়োগ হওয়ার কথা। যারমধ্যে ১ হাজার ৪৬৩ জনকে বাদ দিয়ে মেধাতালিকা প্রকাশিত হয়েছিল। যার বিরুদ্ধে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এদিন সেই সমস্ত চাকরিপ্রার্থীদের যুক্ত করে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৮ বছরের নিয়োগ জট কাটায় খুশি চাকরিপ্রার্থীরাও।

Related Articles