ধর্মতলায় বিজেপির ধরনা মঞ্চের জেরে ‘ভোগান্তি’তে আম জনতা! মেট্রোর গেট কার্যত বন্ধ হওয়ার জোগাড়! এই পরিস্থিতিতে ফের কলকাতা হাইকোর্টের দারস্থ হল রাজ্য সরকার।
যদিও এদিন রাজ্যের এই আবেদন শুনতে রাজি হননি বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। আগামীকাল, শুক্রবার ফের এই বিষয়ে আবেদন জানাতে পারে রাজ্য সরকার।