সুকান্ত-দিলীপের সঙ্গে রাজভবনে দীর্ঘ বৈঠকের পরেই দিল্লির পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস! বৃহস্পতিবার আরজি কর কাণ্ডে সুকান্ত-দিলীপের সঙ্গে একান্ত বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠক শেষে রাজ্য বিজেপির সভাপতি জানান, রাজ্যে সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যে বাংলাদেশের ‘জামাতের’ প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তাই সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।
জানা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জরুরি তলবে এরপরেই দিল্লির পথে রওনা হয়েছেন বোস। আরজি কর কাণ্ডে বাংলার পরিস্থিতি সম্পর্কে তাঁকে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন রাজ্যপাল।