কাশ্মীরের কুপওয়ারায় গুলির লড়াইয়ে তিন জঙ্গিকে খতম করল যৌথ বাহিনী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে জোড়া অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ বাহিনী। একটি অভিযান চলে কুপওয়ারার মাচিল সেক্টরে, অন্যটি তাংধর সেক্টরে। শুরু হয় এনকাউন্টার। দুই জায়গায় খতম হয় তিন জঙ্গি। এক্স হ্যান্ডলে সেনা বাহিনী জানিয়েছে, “গোয়েন্দা সূত্রে বেশ কিছু জঙ্গির অনুপ্রবেশের খবর মিলেছিল। বুধবার রাত থেকে যৌথ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীর পুলিশ। খারাপ আবহাওয়ার সুযোগ নিয়েই জঙ্গিরা অনুপ্রবেশের ছক কষেছিল। কিন্তু জঙ্গিদের সেই ছক ভেস্তে দিয়েছে যৌথ বাহিনী। এখনও অভিযান চলছে।”
editor