বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের ‘হুমকি’ ও বিরোধীদের বিরুদ্ধে ‘ফোঁস’ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও একাংশের মিডিয়ায় তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা করা হচ্ছে। তিনি কখনওই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের বিরুদ্ধে কোনও কথা বলেননি। বরং এই আন্দোলনে তাঁর সম্পূর্ণ সহমর্মিতা ও সমর্থন রয়েছে। কোনও ভাবেই আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দেননি তিনি।
পাশাপাশি, বিরোধীদের বিরুদ্ধে ‘ফোঁস’ করা প্রসঙ্গেও নিজের মন্তব্যের ব্যখ্যা দিয়ে মমতা লিখেছেন, এটা স্বয়ং রামকৃষ্ণ পরমহংস দেবের কথা। কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে ও রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। তাই এর বিরুদ্ধে কখনও কখনও প্রতিবাদল সোচ্চার হওয়া অত্যন্ত প্রয়োজনীয়।