আচমকা আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল পাসপোর্ট পোর্টাল। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল।
এদিন ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই পোর্টালের কাজ বন্ধ রাখা হয়েছে। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সম্পূর্ণ হয়ে গেলেই ফের পাসপোর্ট সেবা পোর্টাল চালু করে দেওয়া হবে জানা যাচ্ছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়লেন পাসপোর্ট গ্রহীতারা।