নবান্ন অভিযানে আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে বিদেশে! বৃহস্পতিবার আক্রান্ত পুলিশকর্মীর বাড়িতে দেখা করতে যান রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা।
আক্রান্ত পুলিশকর্মী সহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে চোখের চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হতে পারে। এই বিষয়ে যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।