তৃণমূলের সর্বভারতীশ সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা! ব্যবসায়ীর অভিযোগ পেয়ে শুক্রবার তৃণমূল যুব নেতাকে গ্রেফতার করল শেক্সপিয়ার সরণী থানার পুলিশ।
জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৭ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে। এদিন পুলিশ তৃণমূল যুব নেতা কৌশিক সরকারকে গ্রেপ্তার করে। নিউটাউন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সীমান্তে বাণিজ্যের জন্য সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই অর্থ নেওয়া হয়েছিল বলে অভিযোগ।