বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির জেরে সম্পূর্ণ বন্ধ রয়েছে ইলিশ মাছের রফতানি। ফলে বর্ষা পেরিয়ে গেলেও দেখা নেই সোনালি শস্যের। ব্যবসায়ীদের আশঙ্কা, এবারের পুজোতেও কার্যত পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিতই থাকতে হবে এপারের বাঙালিকে।
বাংলাদেশের সরকারের নীতির জেরে কোলাঘাট বা ডায়মন্ড হারবারে ওপারের ইলিশ আসা বন্ধ হয়ে গিয়েছে। যদিও স্থানীয় ভাবে সাগরের ইলিশ দিয়ে কিছুটা জোগান মেটানোর চেষ্টা হচ্ছে। যদিও স্বাদে-গন্ধে তা পদ্মার ইলিশকে টেক্কা দিতে পারবে না। সবমিলিয়ে পুজোর আগে এপার বাংলায় পদ্মার ইলিশ আসার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন মাছ ব্যবসায়ীদের একাংশ।