Sambad Samakal

Mamata: ফের কড়া আইনের সুপারিশ! কেন্দ্রের ‘ভুল’ পরিসংখ্যান তুলে ধরে মোদিকে কী বার্তা মমতার?

Aug 30, 2024 @ 1:55 pm
Mamata: ফের কড়া আইনের সুপারিশ! কেন্দ্রের ‘ভুল’ পরিসংখ্যান তুলে ধরে মোদিকে কী বার্তা মমতার?

দেশের সংসদে কড়া ধ*র্ষণ বিরোধী আইন চালু করার জন্য আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দ্বিতীয় চিঠি দিয়ে কার্যত কেন্দ্রের পরিসংখ্যানের ‘ভুল’ ধরিয়ে দিলেন মমতা। পাশাপাশি ফের একবার ধ*র্ষণ বিরোধী কড়া আইনের পক্ষে সওয়ালও করলেন।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠি পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, এরআগে যে কেন্দ্রীয় আইনের দাবি তুলেছিলেন সেই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনও সদুত্তর পাননি। উল্টে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দেওয়া প্রত্যুত্তরে ‘ভুল’ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

মমতা দাবি করেছেন, এই মুহূর্তে রাজ্যে ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট ও ৬২টি পকসো মামলার বিচারের জন্য আদালত রয়েছে। ইতিমধ্যেই আরও ১০টি পকসো মামলার ফার্স্ট ট্র্যাক কোর্টের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। উচ্চতর আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ফার্স্ট ট্র্যাক কোর্টের জন্য স্থায়ী জুডিশিয়াল অফিসার প্রয়োজন। যার জন্য কেন্দ্রীয় স্তরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা জরুরি। এই বিষয়েও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন মমতা। এছাড়াও বাংলায় শিশু ও মহিলাদের নিরাপত্তার জন্য চাইল্ড লাইন ১০৯৮, ১১২ ও ১০০ নম্বরের জরুরি পরিষেবা যথাযথ ভাবে চালু রয়েছে বলে দাবি করা হয়েছে চিঠিতে।

Related Articles