‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নবান্ন অভিযানে হওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্তে আক্রান্ত হয়েছিল পুলিশ। পাল্টা উগ্র বিক্ষোভকারীদের সামাল দিতে কিছুটা বলপ্রয়োগ করেছিলেন পুলিশকর্মীরা। এবার এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।
নোটিশে বলা হয়েছে, নবান্নে অভিযানে আসা আন্দোলনকারীদের ওপরে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ। এর জেরে আহত হয়েছেন অনেকে। তাই পুলিশের তরফে এই ঘটনায় ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অ্যাকশান টেকেন রিপোর্টের মাধ্যমে জানাতে হবে মানবাধিকার কমিশনকে। আগামী ২ দিনের মধ্যে এই রিপোর্ট তলব করা হয়েছে।