আরজি কর কাণ্ডে আরও ২ জনের পলিগ্রাফ টেস্ট করাল সিবিআই! সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ক্যাসুয়ালটি বিল্ডিংয়ের চার তলার ২ নিরাপত্তারক্ষীর পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছে।
এই পলিগ্রাফ পরীক্ষায় ঠিক কী কী তথ্য উঠে এসেছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে চিকিৎসক তরুণী ধ*র্ষণ-খু*ন কাণ্ডে ওই নিরাপত্তারক্ষীদের কাছে কোনও তথ্য থাকতে পারে। ঘটনার দিন সেমিনার রুমে কাউকে যেতে বা আসতে তারা দেখেছিল কি না সেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চান তদন্তকারীরা। আদৌ জেরায় ওই নিরাপত্তারক্ষীরা সত্যি কথা বলছিলেন কি না, তাও জানতে চায় সিবিআই।