Sambad Samakal

RG Kar: পেন-ডাউন, লালবাজার অভিযানের হুঁশিয়ারি! কী দাবি জুনিয়র চিকিৎসকদের?

Aug 30, 2024 @ 12:26 pm
RG Kar: পেন-ডাউন, লালবাজার অভিযানের হুঁশিয়ারি! কী দাবি জুনিয়র চিকিৎসকদের?

নিহত চিকিৎসকের বিচারের দাবিতে ও কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এবার লালবাজার অভিযানের ডাক দিলেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি একদিন পেন-ডাউন কর্মসূচীও ঘোষণা করা হয়েছে।

জানা যাচ্ছে, আগামী ২ সেপ্টেম্বর লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি ৩ সেপ্টেম্বর দিনের একটি নির্দিষ্ট সময়ে পেন-ডাউন কর্মসূচীর মাধ্যমে রোগী দেখা বন্ধ রাখবেন সমস্ত চিকিৎসকরা। যদিও জরুরি পরিষেবা সচল রাখা হবে বলে আশ্বস্ত করা হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের তরফে।

Related Articles