আরজি কর কাণ্ডের তদন্তভার নেওয়ার পর থেকে লাগাতার ১৪ দিন ধরে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তলব করে জেরা করছে সিবিআই। শুক্রবারও সকাল ১১টার পরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন সন্দীপ।
সিবিআই সূত্রে খবর, পলিগ্রাফ টেস্ট হওয়ার পরেও সন্দীপ ঘোষের অবস্থান নিয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। চিকিৎসক মৃত্যুর ঘটনা থেকে বেআইনি আর্থিক লেনদেন, সব দিক থেকেই আরজি করের প্রাক্তন প্রিন্সিপালের অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। আদৌ তিনি কোনও তথ্য তদন্তকারীদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন কি না, সেই বিষয়েও নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তাই এই বারবার তলব!